সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ।। চরফ্যাশনে নিহত পরিবারের মাঝে বিএনপির অনুদান।। ভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের নেতার তাণ্ডব, এক যুবককে হত্যা, আহত ৫।। চরফ্যাশনে সাবেক এমপি নাজিমউদ্দীন আলমের পক্ষে পৌর যুবদল নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।। শান্তি ও ভ্রাতৃত্বের মিলন বন্ধনে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর-ঈদ মোবারক।। চরফ্যাশনে পুর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ নারীসহ আহত- ৪।। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা রফিকের বাবার মাগফিরাত কামনায় মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।। চরফ্যাশন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত।। চরফ্যাশনে ইসলামি যুব আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল।। ভোলার চরফ্যাশনে অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।।

কৃষি পরিসেবা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি ও উপজেলা কৃষি কর্মকর্তা , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ,স্মারক লিপি।।

উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ভোলা ।।
কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি দিয়েছে চরফ্যাশন উপজেলা কৃষক দল। গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির কাছে এ স্মারকলিপি দেন চরফ্যাশন উপজেলা কৃষকদল সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি মোঃআবুল কালাম তালুকদার।
স্মারক লিপি প্রদানের আগে তারা উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে চরফ্যাশন সদরে প্রতিবাদ সমাবেশ করেন। জাতীয়তা বাদি চরফ্যাশন উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের ব্যানারে তারা এই প্রতিবাদ সমাবেশ করেছেন।
উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বলেন, উপজেলা কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে মূলধারার প্রতিনিধি না নিয়ে এই দুই কর্মকর্তা স্বজন প্রীতির মাধ্যমে নিজস্ব লোককে প্রতিনিধি বানিয়েছেন। যেখানে আমাদের কৃষকদের চাওয়া পাওয়া বা উপজেলা কৃষি অফিসের কোনো সেবা কৃষকরা পাচ্ছেন না। বিগত সরকারের সময়ের তালিকায় কৃষক না এমন মানুষকে সহযোগিতা দিচ্ছে কৃষি অফিস। বিক্ষুব্ধ কৃষকরা আরও বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও সানাউল্লাহ আজম এবং সাবেক ইউএনও নওরীন হক তাদের মনমতো কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে কৃষক প্রতিনিধি হিসেবে সাজ্জাদকে মনোনিত করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে তৎকালীন নির্বাহী কর্মকর্তা সাজ্জাদকে কৃষক প্রতিনিধি হিসেবে মনোনিত করেছেন। এবিষয়ে বর্তমান নির্বাহী কর্মকর্তা সমাধান দিবেন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম বলেন, কৃষক পরিসেবা কমিটি গঠন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। এই বিষয়ে আমার কোনো দায়িত্ব নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, কৃষক দলের সভাপতি সম্পাদক একটি স্মারকলিপি দিয়েছেন। কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ০১.১২.২০২৪

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত