স্টাফ রিপোর্টার।।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বাবা মরহুম এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর ৯ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে চরফ্যাশন সাবেক পৌর মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টিজ,চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,সাবেক উপজেলা যুবদলের সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজি। এছাড়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইফতার ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক তার বাবা এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার দোয়া কামনা করেন। এসময় তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন এই দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। বিশেষ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কার আহবান জানান তিনি। তিনি স্থানীয় নেকাকর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরআগে ঢাকা থেকে শনিবার দুপুর ২টায় চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।