সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ভোলা থেকে ।।
ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নে জেলেদের মাঝে মৎসজীবীদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে ।৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে প্রকাশ্যে জনপ্রতি অন্তত ৩০ কেজি ১ বস্তা করে চাল দেওয়া হয়েছে।এতে তালিকাভুক্ত জেলেদের মধ্যে আনন্দ উল্লাসের দেখা দিয়েছে। এবং আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পেনেল চেয়ারম্যান মোঃসালাউদ্দিন এর বিরুদ্ধে কোন অভিযোগ নেই জেলেদের।
জানা যায়, দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষায় বঙ্গোপসাগরের জলসীমায় মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পাদ এবং টেকসই মৎস্য আহরণের জন্য নদীতে জেলেদের সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় তালিকা ভুক্ত জেলেদেরকে সরকারি ভাবে ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। সে ক্ষেত্রে প্রতি জেলে পরিবার ৩০ কেজি করে চাল পেয়েছেন।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় পেনেল চেয়ারম্যান মোঃসালাউদ্দিন ভিজিএফ চাল বিতরণ করেণ। তারপর থেকেই চলতে থাকে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। আহাম্মদপুর ইউনিয়নে অনুমোদিত জেলেদের জেলেদের কে চাল দেওয়া হয়েছে । চাল নিতে আসা জেলেরা বলেন,তাদের প্রত্যেককেই ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।
চাল বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃআবু বকর সিদ্দিক , তিনি বলেন, চেয়ারম্যান জেলেদেরকে ৩০ কেজি করে চাল বস্তা জেলেদেরকে দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জামাল উদ্দিন বলেন, চেয়ারম্যানের নিন্দেশক্রমে জেলেদেরকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পেনেল চেয়ারম্যান মোঃসালাউদ্দিন বলেন জাদের জেলে কার্ড ছিল তাদের মাঝেই জেলের চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু আহাম্মদপুরে আরও কিছু জেলেকে চাউল পাওয়ানের জন্য জেলেদেরকে চাল পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করবো।জেলেরা ৩০ কেজি করে বস্তা পেয়ে আনন্দ উল্লাস করে বলেন এরকম কোন দিন সঠিক ভাবে চাল পাইনি।