স্টাফ রিপোর্টার।।চরফ্যাশনের হাসপাতাল রোডে সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার ও সিটি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
৫ডিসেম্বর বৃহস্পতিবার সান্ধ্যকালীন এ ভ্রাম্যমাণ কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট)আবুল হাসনাত।
এক্সিকিউটিভ ম্যাজিট্রেট (এসিল্যান্ড) আবুল হাসনাত বলেন, মোবাইল কোর্ট পরিচালনা কালীন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার রুমে ময়লা আবর্জনা,পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধযুক্ত হয়। একইভাবে সিটি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে দুর্গন্ধ ও ময়লা আবর্জনা, রুমের পাশেই রয়েছে দুর্গন্ধযুক্ত বাথরুম। এতে সেবা প্রত্যাশী রোগীরা রয়েছে হুমকির মুখে। পরিচ্ছন্নতা ও অনিয়মের অভিযোগে ৫২ ধারার বিধান মতে সেন্টাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৫০ হাজার ও সিটি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় চরফ্যাশন হাসপাতালের ডাক্তার আশরাফুর রহমান সুমন, থানা পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।