রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
এম মাহবুবুর রহমান নাজমুল স্টাফ রিপোর্টার ভোলা থেকে।।ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মটারের লাইন দিয়ে মোটি টেম্পু গাড়ি ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়ি বাধেঁর খামারের পাড়ে এ দূর্ঘটনা ঘটে।নিহত মো. শরীফ ওই এলাকার মো. ফারুকের ছেলে। তিনি ওই মোটি টেম্পু গাড়ির ড্রাইভার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শরীফ বিদ্যূৎ চালিত মটারের লাইন দিয়ে মোটি টেম্পুটি পরিস্কার করছিলেন। মটারের তারে লিক হয়ে মোটি টেম্পুটি বিদ্যুতায়িত হয়ে হঠাৎ অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শরীফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে হস্তান্তর করা হয়েছে।