প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা "গত ১৮ ই নভেম্বর ২০২৪ ইং চরফ্যাশনে ধান লুটে নিতে মুনছুর বাহিনীর অস্ত্রের মহড়া আতংকে কৃষকরা " যে শিরোনামে ভোলার আঞ্চলিক দৈনিক ভোলার বানী পত্রিকায় যে নিউজটি হয়েছে এই ব্যাপারে আমি ও আমার ছেলে অলিওয়ারিশগন আমরা কিছুই জানিনা এই নিউজটি সাংবাদিকদেরকে ভুল বুজাইয়া আমাদের বিরুদ্ধে এই মিথ্যা সংবাদটি করাইয়াছে।আমিও আমার ছেলেরা এবিষয় কিছুই জানিনা, এরকম অনিয়মের সাথে আমরা জরিত নই। একটি কুচক্র মহল আমাদের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের বিরুদ্ধে সাংবাদিক দিয়ে এই মিথ্যা নিউজ করিয়াছে আমি এই মিথ্যা নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিনীত
মোঃমু্নছুর আহাম্মদ সর্দার
পিতাঃআলী আহাম্মদ সর্দার
জিন্নগর ৭ নং ওয়ার্ড থানা চরফ্যাশন, জেলা ভোলা।