সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ।। চরফ্যাশনে নিহত পরিবারের মাঝে বিএনপির অনুদান।। ভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের নেতার তাণ্ডব, এক যুবককে হত্যা, আহত ৫।। চরফ্যাশনে সাবেক এমপি নাজিমউদ্দীন আলমের পক্ষে পৌর যুবদল নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।। শান্তি ও ভ্রাতৃত্বের মিলন বন্ধনে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর-ঈদ মোবারক।। চরফ্যাশনে পুর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ নারীসহ আহত- ৪।। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা রফিকের বাবার মাগফিরাত কামনায় মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।। চরফ্যাশন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত।। চরফ্যাশনে ইসলামি যুব আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল।। ভোলার চরফ্যাশনে অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।।

ভোলার চরফ্যাশনে প্রবাসীর জমি জোর করে দখলের চেষ্টা ১৬ দপ্তরে অভিযোগ।।

স্টাফ রিপোর্টার।।ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুশন থানাধীন হাজারীগন্জ ইউনিয়নের চর ফকিরায় ৪ নং ওয়ার্ডের মৃত মন্তাজ আলীর ছেলে প্রবাসী মোঃহাসেম এর জমি জোর করে দখলের চেষ্টা করে প্রধান উপদেষ্টা সহ ১৬ দপ্তরে অনুলিপি দিয়ে ২ জনকে আসামি খোরশেদ আলম সিকদার খোরশেদ আলম সিকদারের ছেলে মোঃহোসেন এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।প্রবাসী অভিযোগ করে বলে আমি ২০ বছর ধরে লগ্নি হিসেবে চাষাবাদ করিতেছি এরপর জমির মালিক আলহাজ্ব মোঃআবদুল করিম যখন জমিটি বিক্রি করার প্রস্তাব দেয় মোট জমির পরিমাণ ১.৫০ শতাংশ তারপর আমি ১.৫০ শতাংশ জমি ২০২২ সালে সাব কবলা সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্টারি করে মালিকানা দখলে আছি।দলিল নং২৪৭৬/১৭-১০-২০২১ ক্রয় কৃত মুল্য-৭.৭৫০০০/ সাত লক্ষ পচাত্তর হাজার টাকা। এরই মধ্যে ৫ তারিখে সরকার পতন হওয়ার খোরশেদ আলম সিকদার ও মোঃহোসেন ও একদল ভূমিদস্যুরা আমার ক্রয়কৃত জমি জোর করে দখলের চেষ্টা করেন। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে শশীভুশন থানায় মিথ্যা অভিযোগ করে ভুমি খেকোরা।মোঃহাসেম বলেন আমার ক্রয়কৃত জমির তফসিলঃজেলা ভোলা, উপজেলা চরফ্যাশন, থানা শশীভুশন। ইউনিয়নঃহাজারীগন্জ।সংশ্লিষ্ট ভুমি অফিসঃসহকারী কমিশনার (ভুমি) চরফ্যাশন। জে,এল ৯৬ নং মৌজাঃচর ফকিরা মধ্যে খতিয়ান নং এস, এ ৭২০(সাতশত বিশ)নংখতিয়ান।দিয়ারা ৫৮৩( পাঁচশত তিরাশি)নং খতিয়ান।নকসার দাগ নং এস,এ ১৭৭৬ নং দাগ ভুক্ত। দিয়ার দাগ নং ১৫২৭ (এক হাজার পাঁচশত সাতাশ)নংদাগের মোট জমির পরিমাণ ১.৫০(এক একর পঞ্চাশ) শতাংশ জমি অত্র কবলা দলিলের বিক্রিত স্বত্ববটে।প্রবাসীর স্ত্রী বলেন আমার স্বামী প্রবাসে অনেক কষ্ট করে টাকা রোজগার করিয়া এই জমি ক্রয় করে আমাদের এই জমি জোর করে দখলের চেষ্টা করেন যারা তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা সহ ১৬ দপ্তরে অভিযোগ দাখিল করি আমি এর সঠিক বিচার চাই। ইউনিয়নের সাধারণ মানুষের বক্তব্য বলেন বিষয়টি আমরা জানি কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার মতো কোন সাহস আমাদের নেই।অভিযোগের বিষয় প্রতিপক্ষের মুঠো ফোনে ফোন দিলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।জমির মালিক আলহাজ্ব আবদুল করিম বলেন আমার জমি প্রায় ১৮/১৯ বছর চাষাবাদ করে তারপর ২০২১ শনে
মোঃহাসেম টাকা দিয়ে সাব কবলা দলিল করে নেয় আসলে যারা তার সাথে জুলুম করে এটা ঠিক নয় সরকারি বিধি মোতাবেক দলিল যার জমি তার।শশীভুশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এবিষয়ে আমার কাছে একটি অভিযোগ রয়েছে এস আই ফারুক কে বিষয়টি তদন্ত করে আমাকে জানালে আমি আইনগত ব্যবস্থা নেব।এস আই ফারুক বলেন বিষয়টি নিয়ে আমি তদন্ত করে গেলে তারা বলেন আমরা কাগজ পত্র নিয়ে থানায় আসবো এখনো আসেনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত