সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।।ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের চকবাজারে গতকাল বন্ধু মহল আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে।আনন্দ ভোজনটি আয়োজন করেন, মোঃমন্জু,জাকির হোসেন, সাইফুল, লিটন, শাকিল ও আল আমিন, নাসির পাটওয়ারী। আনন্দ ভোজন ২০২৪ এর আয়োজনে অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ ভোজনের মেহমান গন বলেন বিগত ১৫ বছরের বিএনপির কোন একটি কর্মী ও এই চকবাজারে আসতে পারেনি মামলা হামলায় অনেক নির্যাতিত কর্মীরা আজ এই আনন্দ ভোজনে এসে আমরা আনন্দিত।