রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।।
বিএনপি’র তিন দিনের কর্মসূচি হিসেবে চরফ্যাসন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার নেতৃত্বে চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যোগদান করেন বিভিন্ন এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগষ্ট) উপজেলার শিবা চৌমহনী বাজার, রৌদ্রের হাট বাজার, দুলারহাট থানা সদর ও হাজির হাট বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবা চৌমহনী বিক্ষোভ সমাবেশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাসন উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক হাবিব হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক খালেক পাটোয়ারী ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মোঃ ইউসুফকে বহিস্কার করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা বিএনপি’ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তিনি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে এসেছে।তিনি তারা আরো বলেন, গত আওয়ামী সরকারের আমলে বিএনপি’র যেসব কর্মী বিনা কারণে মামলার সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও দেশের সংখ্যালঘু সম্প্রদয়ের ওপর যাতে হামলা ও ভাঙচুর না হয় সেদিকে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া,উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি গোপরান মহাজন , উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আপ্পায়ন বিষয়ক সম্পাদক সামসুদ্দিন কাউছ, চরফ্যাসন প্রেসক্লাব সাধারন সম্পাদক শহিদুল ইসলাম
দুলাল,শ্রমিকদল সাধারণ সম্পাদক শেখ হারুন, উপজেলা সেচ্ছাসেবদলের সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলী মুতুজা, এছাড়াও নুরাবাদ বিএনপি’র সভাপতি হাজী ফিরোজ কিবরিয়া, দুলারহাট থানা যুবদলের সভাপতি মোঃ সুমন মেম্বার ও সাধারন সম্পাদক মোঃ বাবলুসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।