রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।। চরফ্যাশন উপজেলার আবু বকর পুরইউপি চেয়ারম্যান সিরাজ জমাদারকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে স্থানীয়জনতা তাকে আটক করলে নৌ-বাহিনীর সহায়তায় থানা পুলিশ তাকে বিক্ষুব্দ জনতার কবল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আটকের পর তার বিরুদ্ধে দাবীকৃত চাঁদা না দেয়ায় মসজিদের ইমামকে লাঞ্চিতের অভিযোগে মামলা হয়েছে। মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান সিরাজ জমাদারসহ ২১জনকে আসামী করে দুলারহাট থানায় মামলাটি দায়ের করেছেন।সন্ধ্যায় তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে,আওয়ামীলীগ দলীয় এই চেয়ারম্যান ক্ষমতার প্রভাবে চলতি বছরের ১৬ জানুয়ারি উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ফয়জুল উলুম কাওমী মাদ্রাসার সহকারী পরিচালক ও আমিনাবাদ সোনারখালী আলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলামের নিকট মোটা অংকের চাঁদা করেন। তিনি চাঁদাদিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান সিরাজ তার বাহিনী নিয়ে মসজিদের ইমামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় ঐসময় চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে ইমাম সমাজ বিক্ষোভ ও মানব বন্ধনের আয়োজন করলে মুজিব নগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের মধ্যস্থতায় বিষয়টির দায়সাড়া সমাধা দেয়া হয়। স্থানীরা আরো জানান, চেয়ারম্যান সিরাজ জমাদার নিজে এবং তার বাহিনীর মাধ্যমে এলাকার অনেক নিরপরাধ মানুষকে মারধর ওনির্যাতন করেছেন। মসজিদের ইমামকে পেটানোর ঘটনায় ঐসময় দুলারহাট থানায় এজাহার দিলেও দলীয় প্রভাবে তখন মামলা হয়নি।