সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
মাওলানা আবু ইউসুফ।।ভোলা চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক চরফ্যাশন উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) সকালে ভোলা জেলার দক্ষিণ চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃমাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার সভাপতি ভোলা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ। মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক ভোলা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ। মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম সভাপতি ইসলামি শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণ। মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম ভোলা দক্ষিণ জেলা।মাওলানা মুহা,সালাহ্ উদ্দিন বেলালী সভাপতি ওলায়মা মাসায়েখ আইম্মা ভোলা দক্ষিণ জেলা। মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ শশীভুষন শাখা শশীভুশন।মুফতি মুহাঃএনায়েত উল্লাহ সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন পৌর শাখা। হাফেজ মাওলানা আবু রায়হান সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ দক্ষিণ আইচা শাখা। মোহাম্মদ কামরুল ইসলাম সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ দুলারহাট থানা শাখা।মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন সভাপতি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ। মুহাম্মদ আলী আজগর সভাপতি ইসলামিছাত্র আন্দোলন বাংলাদেশ।ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৪ সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন সভাপতি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাষ্ট্রের সকর বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।
এসময় হাজার হাজার ইসলামী আন্দোলন এর সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।