রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।।অনিয়ম আর দুর্নীতির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
মঙ্গলবার ১৩ মার্চ দুপুরে চরফ্যাশন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।নির্বাহী কর্মকর্তা বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।এ সময় ছোট ছোট রোগাক্রান্ত বকনা বাছুর বিতরনে বড় ধরনের অনিয়ম হয়েছে বলে মনে করেন চরফ্যাসনের সুশীল সমাজ। বিতরণকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বকনা বাছুর রোগা ও কম মুল্যে বিতরনে কেন অনিয়ম হলো প্রশ্ন করলে মৎস্য কর্মকর্তা কোনো সদত্তোর দিতে পারেনি। মৎস্য কর্মকর্তা বলেন, ঠিকাদার অনিয়ম করেছে। আমার করার কিছু নাই।বকনা বাছুর নিম্মামান ও রোগাক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (facebook) ছড়িয়ে পড়লে চরফ্যাসনের সুশীল সমাজ ও সাংবাদিকরা এসে প্রতিবাদ জানায়।
অনিয়ম আর এ দুর্নীতি দূরীকরণে বিএনপির সাবেক সেক্রেটারি আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রতিবাদি সমাজকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি উপস্থিত সকলের সামনে বলেন, যে বকনা বাছুরটি আনফিট, রোগাক্রান্ত এবং ওজনে ৪৮ কেজির কম সেটি বিতরণ করা হবে না। যেহেতু অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে। অতচ বাস্তবে দেখা গেছে সবই বিতরণ করা হয়েছে। তাই প্রতিবাদী সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিতরণ কালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।