রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার চরফ্যাশন ভোলা থেকে ।। চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালের সঞ্চালনায় শুক্রবার (২১মার্চ) বিকেলে চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম, আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন বশাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন,আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ্ মাতব্বর,আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরীকুল ইসলাম,জামায়াতে ইসলাম উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর শরীফ,উপজেলা সেস্বাসেবক দলের নেতা কামরুজ্জামান শাহিন। গণ অধিকার উপজেলা শাখা সভাপতি এমটিআই মাসুদ চৌধুরী, এডভোকেট এনামুল হক রায়হানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এসময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাইনুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সাংবাদিকসহ ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্যের কোন বিকল্প নেই। আগামির বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে ।
একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চরফ্যাশন প্রেসক্লাব সদস্যরা ও পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা ওলামা দলের সভাপতি ও সাবেক চেযারম্যান মাওলানা রফিকুল ইসলাম আসলামী ।